পাতা:গীতবিতান.djvu/৯৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আজি কাঁদে কারা ওই শুনা যায়,   অনাথেরা কোথা করে হায়-হায়,
দিন মাস যায়, বরষ ফুরায়— ফুরাবে না হাহাকার?
ওই কারা চেয়ে শূন্য নয়ানে   সুখ-আশা-হীন নববর্ষ-পানে,
কারা শুয়ে শুষ্ক ভূমিশয়ানে— মরুময় চারি ধার।
আশ্বাসবচন সকলেরে ক’য়ে    এসেছিল বর্ষ কত আশা লয়ে,
কত আশা দ’লে আজ যায় চ’লে শূন্য কত পরিবার।
কত অভাগার জীবনসম্বল   মুছে লয়ে গেল, রেখে অশ্রুজল—
নব বরষের উদয়ের পথে  রেখে গেল অন্ধকার।
হায়, গৃহে যার নাই অন্নকণা   মানুষের প্রেম তাও কি পাবে না—
আজি নাই কি রে কাতরের তরে  করুণার অশ্রুধার।
কেঁদে বলো, ‘নাথ, দুঃখ দূরে যাক,  তাপিত ধরার হৃদয় জুড়াক—
বর্ষ যদি যায় সাথে লয়ে যাক  বরষের শোকভার।

জয় তব হোক জয়।
স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয়।
বহুদিন হতে ভারতের বাণী  আছিল নীরবে অপমান মানি,
তুমি তারে আজি জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময়।
জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা
তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা।
অবারিতগতি তব জয়রথ  ফিরে যেন আজি সকল জগৎ,
দুঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয়।

৮৬১