পাতা:গীতবিতান.djvu/৯৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬২
আনুষ্ঠানিক সংগীত

বিশ্ববিদ্যতীর্থপ্রাঙ্গণ কর’ মহোজ্জ্বল আজ হে।
বরপুত্রসংঘ বিরাজ’ হে।
ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা পূর্ণ কর’, লহ’ জ্যোতিদীক্ষা।
যাত্রিদল সব সাজ’ হে।  দিব্যবীণা বাজ’ হে।
এস’ কর্মী, এস’ জ্ঞানী,  এস’ জনকল্যাণধ্যানী,
এস’ তাপসরাজ হে!
এস’ হে ধীশক্তিসম্পদ মুক্তবদ্ধ সমাজ হে

জগতের পুরোহিত তুমি— তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে।
ফুলে ফুলে করে কোলাকুলি,  গলাগলি অরুণে উষায়।
মেঘ দেখে মেঘ ছুটে আসে,  তারাটি তারার পানে চায়।
পূর্ণ হল তোমার নিয়ম,  প্রভু হে, তোমারি হল জয়—
তোমার কৃপায় এক হল  আজি এই যুগলহৃদয়।
যে হাতে দিয়েছ তুমি বেঁধে  শশধরে ধরার প্রণয়ে
সেই হাতে বাঁধিয়াছ তুমি  এই দুটি হৃদয়ে হৃদয়ে।
জগত গাহিছে জয়-জয়,  উঠেছে হরষকোলাহল,
প্রেমের বাতাস বহিতেছে— ছুটিতেছে প্রেমপরিমল।
পাখিরা গাও গো গান,  কহো বায়ু চরাচরময়—
মহেশের প্রেমের জগতে  প্রেমের হইল আজি জয়।

তুমি হে প্রেমের রবি  আলো করি চরাচর
যত করো বিতরণ  অক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-’পরে  তুমি থাকো আলো ক’রে—
তা হলে আঁধারে আর  বলো হে কিসের ডর।