পাতা:গীতবিতান.djvu/৯৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আনুষ্ঠানিক সংগীত
৮৬৩

তোমারে হারায় যদি  দুজনে হারাবে দোঁহে—
দুজনে কাঁদিবে বসি  অন্ধ হয়ে ঘন মোহে,
এমনি আঁধার হবে  পাশাপাশি বসে রবে
তবুও দোঁহার মুখ  চিনিবে না পরস্পর।
দেখো, প্রভু, চিরদিন  আঁখি-’পরে থেকো জেগে—
তোমারে ঢাকে না যেন  সংসারের ঘন মেঘে।
তোমারি আলোকে বসি  উজল-আনন-শশী
উভয়ে উভয়ে হেরে  পুলকিতকলেবর।

শুভদিনে শুভক্ষণে  পৃথিবী আনন্দমনে
দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ—
ওই চরণের কাছে  দেখো গো পড়িয়া আছে,
তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ।
এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে—
টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে।
তোমার শিশির দিয়ে  রাখো তারে বাঁচাইয়ে—
কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ।

দুজনে  এক হয়ে যাও,  মাথা রাখো একের পায়ে—
দুজনের  হৃদয় আজি  মিলুক তাঁরি মিলন-ছায়ে।
তাঁহারি  প্রেমের বেগে  দুটি প্রাণ  উঠুক জেগে—
যা-কিছু  শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে।
সমুখে  সংসারপথ,  বিঘ্নবাধা কোরো না ভয়—
দুজনে  যাও চলে যাও— গান করে যাও তাঁহারি জয়।
ভকতি  লও পাথেয়,  শকতি  হোক অজেয়—
অভয়ের আশিসবাণী  আসুক তাঁরি প্রসাদ-বায়ে।