পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১২৫ ]

মোলতানি । তাল জলদ তেতাল । মন রাখিবারে মন, করে এক মন, মনেতে মনেতে তবে হয় লো মিলন । তাহাব কারণে কেন দহে মোর মন । যে ৰূপ তাহারে আমি করি হে যতন, সতত চাতুরী সখী করে সেই জন । সে বরং ছিল ভাল না ছিল মিলন, মিলিয়ে এই সে হলো সদা জ্বালাতন । ১ } অরুণ বরণ আঁখি বিধুমুখি কেন । এ ৰূপ তোমার, হেরিয়ে চকোর, করিছে রেiদন । এলায়েছে কেশ ঘন, বহে নিশ্বাস পবন, বাক্য সুধা দান, করিয়ে এখন, বাচাও জীবন | ১ । নয়ন নীরে কি নিবে মনের অনল । সাগরে প্রবেশি যদি না হয় শীতল । তৃষায়ে চাতকী মরে, অন্ত বারি নাহি হেরে, ধারা জল বিনে তার সকলি বিফল | ১ । যবে তালে হেবি সর্থী, হরিষে বরিষে অথি, সেই নীরে নিবে জানি অনল প্রবল ৷৷ ২ ৷৷ fপরীতের গুণ কি কহিব তোমারে । শুনিলে বিস্ময় হয় শরীর সিহরে ।