পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[  ]
ভৈরব রাগ। তাল জলদ্‌ তেতালা।

বিভাবরী পোহাইল, অনেকে হরিষ হল।
আমারে হতেছে বোধ দিনমণি কাল॥ ১॥
 
 দেখনা সই একি বিষম হইল পিরীতি মোরে।
কহিতে সে দুঃখ, বিদরয়ে বুক, নয়ন নীরেতে
ভাসে অনল অন্তরে॥
রাখিতে কুলের ভয়, তেজিতে প্রাণ সংশয়।
গন্ধমুখি মুখে, হরি হরি ডাকে, তেজিলে নয়ন
যায় থাইলে সে মরে॥ ১॥

 বিনয়ের বশ যদি হইত যামিনী।
প্রভাত প্রমাদ তবে সহে কি কামিনী।
পরশে প্রাতঃ সমীর, চঞ্চল অন্তর মোর,
কেমনে রাখিব আর, শুন গুণমণি॥ ১॥


ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 এমন পিরীতি প্রাণ জানিলে কে করে। হে।
সুখ আশে ভাসে সদা ছুঃখের সাগরে ৷
সতত চাতুরী করি জ্বলাবে আমারে।
তবে কি যতনে প্রাণ সঁপি হে তোমারে॥ ১॥
বিরহ জ্বালায় মন করি ত্যজিবারে।
ছাড়িলে না ছাড়া যায়, কি হলো আমারে॥ ২॥