পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১২ ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 একেবারে কি ভুলিলে প্রাণ অধিনী জনে।
দেখ দেখি অহৰ্নিশি, তুমি মোর মনোবাসি,
নহি তব মনে॥
চাক্ষুষ বিহনে দুঃখ, কহিতে বিদরে বুক,
এবে নিবেদন মোর, মনো হইতে অন্তর, হয়োনা বেনে॥ ১॥

কালাংড়া। তাল জলদ্‌ তেতালা।

 হেরিলে হরিষ চিত না হেরিলে মারি।
কেমনে এমন জনে রহিব পাসরি॥
মনঃ তার মনে মিলে, প্রাণ লয়ে সমর্পিলে,
নয়ন তৃষিত সদা দিবা বিভাবরী॥ ১॥

 বদন শরদ শশী পাষাণ হৃদয়।
অমিয় সমান ভাষি মৃদু হাসি তায়॥
লইযে কুন্তল ফাঁসি, আঁখিচোর আছে বসি, ম
নের থলেতে দিযা প্রাণ হরে লয়॥ ১॥

 মুকুরে আপন মুখ সদত দেখনা ধনি।
আপনার রূপ, দেখি অপৰূপ, অধীনে ভুল কি জানি॥
দেখ আপনার ধন, সদত দেখে যে জন,
করিতে যে ব্যয়, তার হয় দায়, সকলের মুখে শুনি॥ ১॥

 মুকুরে আপন মুখ হেরিলে যে হই সুখী।
নয়মে আমার, বাস হে তোমার, এই সে কারণ দেখি॥