এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৪ ]
এলাইয়া।
তাল জলদ্ তেতালা৷
আমি যারে চাহি সে না রাখে মান।
এমন পিরীতে বল, কিবা প্রয়োজন।
অতএব এই হয়, দেখ কেহ কার নয়।
আপন বলিব তারে, বাঁচায় যে প্রাণ॥ ১॥
নিশি পোহাইয়ে প্রাণনাথ প্রভাতে আইলে। হে।
আমার আশার সুখ, কারে বিলাইলে॥
যে ৰূপে যামিনী গত, সে দুঃখ কহিব কত,
জানিলাম প্রাণনাথ, কি হবে কহিলে॥ ১॥
কামিনী সহিত তুমি, রতিপতি সহ আমি,
ইহা বুঝি অনুমানি, মনে না করিলে॥ ২॥
যোগিয়া ললিত।
তাল জলদ্ তেতালা৷
প্রত্যয় না হয তারে যে সঁপিল পরাণ।
প্রাণ লয়ে অবিশ্বাস, এ আর কেমন॥
দিব নিশি যাব ধ্যান যার গায় গুণ।
সে ভাবয়ে অবিশ্বাসী, বিচার এমন॥ ১॥
যোগিয়া গান্ধার।
তাল জলদ্ তেতালা৷
যেখানে থাকহ প্রাণ ভুলনা অধিনী জনে।
অস্থি মোর জর জর লোকের গঞ্জনে॥