পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৬ ]
মালকোষ রাগ। তাল জলদ্ তেতালা৷

 কি হবে ওলো সই বাঁচিব কেমনে।
বিষম বসন্ত, মদন দুরন্ত, বিবাদী নিতান্ত, বিরহী জনে॥
ফণির স্বভাব হয়, দংশিলে পরে পলায়,
বসন্তের দূত, ফণী বিপরীত, বান্ধিয়া যে চিত,
দংশে সঘনে॥ ১ ॥
শশধর হর ভালে, নয়ন অনলে জ্বলে,
আপনি জ্বলয়, পরেরে জ্বলায়,
তাহাতে কি হয়, ভাল কথনে॥ ২ ॥

 এ দুখ না যায় আর সহনে।
এবার জনম, লইব এমন, বধিব জীবন, ঋতু রাজনে॥
বসন্তের সেনাগণ, প্রধান তাহে মদন,
হর আরাধিব, মদনে মথিব, রতিরে রাখিব, বিরহবনে॥১
শশির উদয় দায়, বিষম হল আমায়,
রাহু যে হইব,বিধু গরাসিব,চকোর দেখিব, বাঁচে কেমনে॥
অলিকুলের ঝঙ্কারে, সদা অচেতন করে,
কুসুম কানন, করিব ছেদন,অলি দহে যেন,মধু বিহনে॥৩
বিষ রবেতে কোকিল, হৃদয়ে হানয়ে শেল,
হইব যে ব্যাধ, করিব যে বধ,তবে মোর সাধ,
পুরিবে মনে॥ ৪ ॥

 হিম শিশিরান্তে বসন্তে ব্যাকুল বিরহিনী।
মনে প্রাণকান্ত, তথা রতিকান্ত, দহে দিবস রজনী॥