পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালকোষ রাগ ।
ভাল একতালা।

সুখমুখ নিরিখয়ে, দুখ গেল দুখী হয়ে।
সন্তোষ ভবনে আশা, করিল পয়ান ।।১।।
বহু দিনান্তে বসন্তে উদয় নিদয় নাথ ।
এমন সুদিন, আমি যে সুদীন, সুখী হলেম যথােচিত ।
আগমনে ঋতুপতি, রতিপতি নিশিপতি,
বিনেপতি জনেরে জ্বলাইত।
হেরি মম পতি, হলো মুখেৎপতি, বহে মলয় মারুত ।। ১

মালকোষ ভৈরব।
ভাল জল তোলা।

এক ফুলে ভুলে অলি নহে নানানে।
মনঃ রসরাজ, সতত বিরাজ, সরােজাননে।
রতন অধিক যারে, যতন করে তারে,
তজে অন্তরে থাকিতে কি পাবে,
মণি বিনে ফণি, কভু নাহি শুনি, সুখী কাঞ্চনে ।। ১।
মীনবশে জীবনে জীবন, তার জীবন জীবন,
বিহনে তার বাঁচে কি জীবন,
যার যেবা বিধি, দেয় সেই নিধি, তার গণনে। ২।


মালকোষ বসন্ত।
তাল জলদ, তেতালা।

ঋতুরাজ নাহি লাজ একি রাজনীত ।
পরিবার যত,হয়ে এক মত,কামিনীরচিত, দহিতে উচিত