এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
৮৯
৭৭
সভা যখন ভাঙবে তখন
শেষের গান কি যাব গেয়ে?
হয় ত তখন কণ্ঠহারা
মুখের পানে রব চেয়ে।
এখনো যে সুর লাগে নি
বাজবে কি আর সেই রাগিণী,
প্রেমের ব্যথা সোনার তানে
সন্ধ্যাগগন ফেলবে ছেয়ে?
এতদিন যে সেধেছি স্বর
দিনেরাতে আপন মনে
ভাগ্যে যদি সেই সাধনা
সমাপ্ত হয় এই জীবনে—
এ জনমের পূর্ণ বাণী
মানস বনের পদ্মখানি
ভাসাব শেষ সাগর পানে
বিশ্বগানের ধারা বেয়ে।
২৪ জ্যৈষ্ঠ ১৩১৭