পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯০
গীতাঞ্জলি

৭৮

চিরজনমের বেদনা,
ওহে চিরজীবনের সাধনা৷
তোমার আগুন উঠক হে জ্বলে’,
কৃপা করিয়ো না দুর্ব্বল বলে’,
যত তাপ পাই সহিবারে চাই,
পুড়ে হোক ছাই বাসনা
অমোঘ যে ডাক সেই ডাক দাও
আর দেরি কেন মিছে?
যে আছে বাঁধন বক্ষ জড়ায়ে
ছিড়ে পড়ে যাক পিছে।
গরজি গরজি শঙ্খ তোমার
বাজিয়া বাজিয়া উঠুক্‌ এবার,
গর্ব্ব টুটিয়া নিদ্রা ছুটিয়া
জাগুক তীব্র চেতনা।


২৬ জ্যৈষ্ঠ ১৩১৭