পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৬
গীতাঞ্জলি

৮৪

কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
যাব অকারণে ভেসে কেবল ভেসে;
ত্রিভুবনে  জানবেনা কেউ আমরা তীর্থগামী
কোথায়  যেতেছি কোন্ দেশে সে কোন্ দেশে?
কূলহারা সেই সমুদ্রমাঝখানে
শােনাব গান একলা তােমার কানে,
ঢেউয়ের মতন ভাষা-বাঁধন হারা
আমার  সেই রাগিণী শুনবে নীরব হেসে।

আজো সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি?
ওগাে  ঐ যে সন্ধ্যা নামে সাগরতীরে।
মলিন আলােয় পাখা মেলে সিন্ধুপারের পাখী
আপন  কুলায় মাঝে সবাই এল ফিরে।
কখন তুমি আসবে ঘাটের পরে
বাঁধনটুকু কেটে দেবার তরে?
অস্তরবির শেষ আলােটির মত
তরী  নিশীথমাঝে যাবে নিরুদ্দেশে!


৩০ জ্যৈষ্ঠ ১৩১৭