পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১০৫

৯৩


দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
 আপন জেনে আদর করিনে।
পিতা বলে প্রণাম করি পায়ে,
 বন্ধু বলে দু হাত ধরিনে।

 আপনি তুমি অতি সহজ প্রেমে
 আমার হয়ে এলে যেথায় নেমে
 সেথায় সুখে বুকের মধ্যে ধরে
 সঙ্গী বলে তােমায় বরি নে।

ভাই তুমি যে ভাইয়ের মাঝে প্রভু,
তাদের পানে তাকাইনা যে তবু,
ভাইয়ের সাথে ভাগ করে মাের ধন
 তােমার মুঠা কেন ভরিনে।

 ছুটে এসে সবার সুখে দুখে।
 দাঁড়াইনে ত তােমারি সম্মুখে,
 সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে
 প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়িনে!

৫ আষাঢ় ১৩১৭