পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১০৯

৯৭


যেথায় তােমার লুট হতেছে ভুবনে
সেইখানে মাের চিত্ত যাবে কেমনে!
 সােনার ঘটে সূর্য্য তারা
 নিচ্চে তুলে আলাের ধারা,
অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে।
সেইখানে মাের চিত্ত যাবে কেমনে।

 যেথায় তুমি বস দানের আসনে,
 চিত্ত আমার সেথায় যাবে কেমনে।
  নিত্য নূতন রসে ঢেলে
  আপ্‌নাকে যে দিচ্চ মেলে,
 সেথা কি ডাক পড়বে না গাে জীবনে!
 সেইখানে মাের চিত্ত যাবে কেমনে!

৮ আষাঢ় ১৩১৭