পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৪
গীতাঞ্জলি

১০২


হে মাের দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
কি অমৃত তুমি চাহ করিবারে পান!
 আমার নয়নে তােমার বিশ্ব ছবি
 দেখিয়া লইতে সাধ যায় তব কবি!
 আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি
  শুনিয়া লইতে চাহ আপনার গান!
 হে মাের দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ,
 কি অমৃত তুমি চাহ করিবারে পান!

  আমার চিত্তে তােমার সৃষ্টিখানি
  রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী।
 তারি সাথে প্রভু মিলিয়া তােমার প্রতি
 জাগায়ে তুলিছে আমার সকল গীতি,
 আপনারে তুমি দেখিছ মধুর রসে
 আমার মাঝারে নিজেরে করিয়া দান।
  হে মাের দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
  কি অমৃত চাহ তুমি করিবারে পান।

১৩ আষাঢ় ১৩১৭