পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৮
গীতাঞ্জলি

১১২

গর্ব্ব করে নিইনে ও নাম, জান অন্তর্যামী,
আমার মুখে তোমার নাম কি সাজে?
যখন সবাই উপহাসে তখন ভাবি আমি
আমার কণ্ঠে তোমার গান কি বাজে?
তোমা হতে অনেক দূরে থাকি
সে যেন মোর জানতে না রয় বাকি,
নামগানের এই ছদ্মবেশে দিই পরিচয় পাছে
মনে মনে মরি যে সেই লাজে।

অহঙ্কারের মিথ্যা হতে বাঁচাও দয়া করে
রাখ আমায় যেথা আমার স্থান।
আর সকলের দৃষ্টি হতে সরিয়ে দিয়ে মোরে
কর তোমার নত নয়ন দান।
আমার পূজা দয়া পাবার তরে,
মান যেন সে না পায় কারে ঘরে,
নিত্য তোমায় ডাকি আমি ধূলার পরে বসে
নিত্যনূতন অপরাধের মাঝে।

২২ আষাঢ় ১৩১৭