এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১৩৭
১১৯
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ঐ যে তিনি, ঐ যে বাহির পথে।
আয়রে ছুটে, টানতে হবে রসি,
ঘরের কোণে রইলি কোথায় বসি?
ভিড়ের মধ্যে ঝাপিয়ে পড়ে গিয়ে
ঠাই করে তুই নেরে কোনােমতে।
কোথায় কি তাের আছে ঘরের কাজ,
সে সব কথা ভুলতে হবে আজ।
টানরে দিয়ে সকল চিত্তকায়া,
টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চরে টেনে আলােয় অন্ধকারে
নগর গ্রামে অরণ্যে পৰ্বতে।
ঐ যে চাকা ঘুরছে ঝনঝনি,
বুকের মাঝে শুনচ কি সেই ধ্বনি?
রক্তে তােমার দুলচে না কি প্রাণ?
গাইচে না মন মরণজয়া গান?
আকাক্ষা তাের বন্যাবেগের মত
ছুটচে না কি বিপুল ভবিষ্যতে?
৬ আষাঢ় ১৩১৭