পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫২
গীতাঞ্জলি

১৩৩

গান দিয়ে হে তােমায় খুঁজি
বাহির মনে
চির দিবস মাের জীবনে।
নিয়ে গেছে গান আমারে
ঘরে ঘরে দ্বারে দ্বারে,
গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই
এই ভুবনে।

কত শেখা সেই শেখালাে,
কত গােপন পথ দেখালাে,
চিনিয়ে দিল কত তারা
হৃদগগনে।
বিচিত্র সুখদুখের দেশে
রহস্যলােক ঘুরিয়ে শেষে
সন্ধ্যাবেলায় নিয়ে এল
কোন ভবনে।

৯ শ্রাবণ ১৩১৭