পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।




গীতাঞ্জলি
১৭৩
১৫২

সংসারেতে আর যাহারা
আমায় ভালবাসে
তারা আমায় ধরে রাখে
বেঁধে কঠিন পাশে

তোমার প্রেম যে সবার বাড়
তাই তোমারি নূতন ধারা,
বাঁধনাক, লুকিয়ে থাক
ছেড়েই রাখ দাসে

আর সকলে, ভূলি পাছে
তাই রাখে না একা
দিনের পরে কাটে যে দিন,
তোমারি নেই দেখা।

তোমায় ডাকি নাই বা ডাকি,
যা খুসি তাই নিয়ে থাকি;
তোমার খুসি চেয়ে আছে
আমার খুসির আশে


২৫ শ্রাবণ ১৩১৭