পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



গীতাঞ্জলি
১৭৭
১৫৬

শেষের মধ্যে অশেষ আছে,
এই কথাটি, মনে
আজ্‌কে আমার গানের শেষে
জাগ্‌চে ক্ষণে ক্ষণে।
সুর গিয়েছে থেমে, তবু
থাম্‌তে যেন চায় না কভু,
নীরবতায় বাজ্‌চে বীণা
বিনা প্রয়োজনে।


তারে যখন আঘাত লাগে
বাজে যখন সুরে-
সবার চেয়ে বড় যে গান
সে রয় বহুদূরে
সকল আলাপ গেলে থেমে
শাস্ত বীণায় আসে নেমে,
সন্ধ্যা যেমন দিনের শেষে
বাজে গভীর স্বনে॥

২৬ শ্রাবণ ১৩১৭