পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫৪
গীতাঞ্জলি





৪৬


আলোয় আলোকময় করেহে
এলে আলোর আলো।
আমার নয়ন হতে আঁধার
মিলালো মিলালো।
সকল আকাশ সকল ধরা
আনন্দে হাসিতে ভরা,
যে দিক পানে নয়ন মেলি
ভালো সবি ভালো।

তোমার আলো গাছের পাতায়
নাচিয়ে তোলে প্রাণ,
তোমার আলো পাখীর বাসায়
জাগিয়ে তোলে গান।
তোমার আলো ভালবেসে
পড়েছে মোর গায়ে এসে
হৃদয়ে মোর নির্ম্মল হাত
বুলালো বুলালো।

২০ আগ্রহায়ণ ১৩১৬