পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৪
গীতাঞ্জলি



৫৩


 তুমি আমার আপন, তুমি আছ আমার কাছে,
 এই কথাটি বলতে দাও হে বলতে দাও!
 তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে
 এই কথাটি বল‍্তে দাও হে বলতে দাও।
আমায়  দাও সুধাময় সুর,
আমার  বাণী কর সুমধুর,
আমার  প্রিয়তম তুমি এই কথাটি
 বল‍্তে দাও হে বলতে দাও!
 এই  নিখিল আকাশ ধরা
 এ যে  তোমায় দিয়ে ভরা,
 আমার  হৃদয় হতে এই কথাটি
 বল‍্তে দাও হে বল‍্তে দাও।
দুখী জেনেই কাছে আস
ছোট  বলেই ভালবাস
আমার  ছোট মুখে এই কথাটি
 বল‍্তে দাও হে বল‍্তে দাও।

মাঘ, ১৩১৬