পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮২
গীতাঞ্জলি
           

৭০



ঐরে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে!
সাম‍্নে যখন যাবি ওরে
থাক‍্না পিছন পিছে পড়ে,
পিঠে তারে বইতে গেলি,
একলা পড়ে রইলি কূলে।
ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে,
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে।
ডাকরে আবার মাঝিরে ডাক্‌,
বোঝা তোমার যাক্ ভেসে যাক্
জীবনখানি উজাড় করে
সঁপে দে তার চরণ-মূলে।


১৮ জ্যৈষ্ঠ ১৩১৭