পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৭৮


বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,
কেমনে দিই ফঁাকি।
আধেক ধরা পড়েছি গো,
আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে,
বারেক তারে ঢাকি-
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি॥


বাহির আমার শুক্তি যেন
কঠিন আবরণ-
অন্তরে মোর তোমার লাগি
একটি কান্না-ধন।
হৃদয় বলে, তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে;
চায় না কেন আঁখি—
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি।

১৯ আশ্বিন [১৩২১]

রাত্রি

শান্তিনিকেতন

৯৪