পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ফুল যে আসে দিনে দিনে
বিনা রেখার পথটি চিনে,
এই যে ভুবন দিকে দিকে
পুরায় কত সাধ—
তোমার আশীর্বাদ, হে প্রভু,
তোমার আশীর্বাদ॥

২০ আশ্বিন [১৩২১]

প্রভাত

শান্তিনিকেতন
গী৭
৯৭