পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এই ধরণীর বক্ষ টুটে
এ কী রোদন এল ছুটে
আমার বক্ষে বিরাম-হারা
বেদন হানি?
ডেকে গেল নিশীথ-রাতে
কে না জানি॥

২১ আশ্বিন [১৩২১] শান্তিনিকেতন

৯৯