পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৮৬


আবার যদি ইচ্ছা কর
আবার আসি ফিরে।
দুঃখসুখের ঢেউ-খেলানো
এই সাগরের তীরে।
আবার জলে ভাসাই ভেলা,
ধুলার ’পরে করি খেলা,
হাসির মায়ামৃগীর পিছে
ভাসি নয়ন-নীরে॥


কাটার পথে আঁধার রাতে
আবার যাত্রা করি,
আঘাত খেয়ে বাঁচি কিম্বা
আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে
আমার সাথে খেলাও হেসে,
নূতন প্রেমে ভালোবাসি।
আবার ধরণীরে॥

২৩ আশ্বিন [১৩২১] বুদ্ধগয়া

১০৪