পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মৌনপারাবারের তলে
হারিয়ে-যাওয়া কথায়,
বিশ্বহৃদয়-পূর্ণ-করা
বিপুল নীরবতায়
আমার বাণীর স্রোত মিলিছে
নীরব কোলাহলে॥

২৩ আশ্বিন [১৩২১]

সন্ধ্যা

বুদ্ধগযা

১০৮