পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১০২

তােমায় ছেড়ে দূরে চলার
নানা ছলে।
তােমার মাঝে পড়ি এসে
দ্বিগুণ বলে।
নানান পথে আনাগােনা
মিলনেরই জাল সে বােনা,
যতই চলি ধরা পড়ি
পলে পলে॥

শুধু যখন আপন কোণে
পড়ে থাকি
তখনি সেই স্বপন-ঘােরে
কেবল ফাঁকি।
বিশ্ব তখন কয় না বাণী,
মুখেতে দেয় বসন টানি,
আপন ছায়া দেখি আপন
নয়ন-জলে॥

১ কার্তিক [১৩২১]

এলাহাবাদ

১২১