পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ঝড়ের হাওয়া আকুল গানে
বইছে আজি তোমার পানে,
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি
ঠেকব চরণ-’পরে,
আমি   বাঁচব চরণ ধ’রে॥


৬ ভাদ্র ১৩২১ কলিকাতা

১০