পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১৬



তোমার মোহন রূপে
কে রয় ভুলে।
জানি না কি, মরণ নাচে
নাচে গো ওই চরণ-মূলে।
শরৎ-আলোর আঁচল টুটে
কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে।
মোহন রূপে কে রয় ভুলে॥


কাঁপন ধরে বাতাসেতে—
পাকা ধানের তরাস লাগে,
শিউরে ওঠে ভরা খেতে।
জানি গো, আজ হাহারবে
তোমার পূজা সারা হবে
নিখিল-অশ্রু-সাগর-কূলে।
মোহন রূপে কে রয় ভুলে॥


১১ ভাদ্র [১৩২১]
সুরুল

২২