পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩১

নাই বা ডাক, রইব তোমার দ্বারে;
মুখ ফিরালে ফিরব না এইবারে।
বসব তোমার পথের ধুলার পরে,
এড়িয়ে আমায় চলবে কেমন করে।
তোমার তরে যে জন গাঁথে মালা।
গানের কুসুম জুগিয়ে দেব তারে॥


রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে।
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
বসে রব সেথায় অন্ধকারে॥

২৬ ভাদ্র [১৩২১]

সুরুল হইতে শান্তিনিকেতনের পথে

গোরুর গাড়িতে

৩৯