পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৪০

মনকে হোথায় বসিয়ে রাখিস নে।
তোর ফাটল-ধরা ভাঙা ঘরে
ধুলার ‘পরে পড়ে থাকিস নে।
ওরে অবশ, ওরে খেপা,
মাটির পরে ফেলবি রে পা,
তারে নিয়ে গায়ে মাখিস নে॥


ঐ প্রদীপ আর জ্বালিয়ে রাখিস নে—
রাত্রি যে তোর ভোর হয়েছে।
স্বপন নিয়ে পড়ে থাকিস নে॥
উঠল এবার প্রভাত-রবি,
খোলা পথে বাহির হবি,
মিথ্যা ধুলায় আকাশ ঢাকিস নে॥

২৯ ভাদ্র [১৩২১] সুরুল
গী৪
৪৯