এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৭
এই কথাটা ধরে রাখিস-
মুক্তি তোরে পেতেই হবে।
যে পথ গেছে পারের পানে।
সে পথে তোর যেতেই হবে।
অভয়-মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি,
খুশি হয়ে ঝড়ের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে॥
পাকের ঘোরে ঘোরায় যদি
ছুটি তো’রে পেতেই হবে।
চলার পথে কাঁটা থাকে
দ’লে তোমায় যেতেই হবে।
সুখের আশা আঁকড়ে লয়ে
মরিস নে তুই ভয়ে ভয়ে,
জীবনকে তোর ভরে নিতে
মরণ-আঘাত খেতেই হবে॥
২ আশ্বিন [১৩২১]
অপরাহ্ন
সুরুল৫৬