পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৫২


সহজ হবি, সহজ হবি,
ওরে মন, সহজ হবি—
কাছের জিনিস দূরে রাখে
তার থেকে তুই দূরে রবি।
কেন রে তোর দু হাত পাতা-
দান তো না চাই, চাই যে দাতা,
সহজে তুই দিবি যখন।
সহজে তুই সকল লবি॥


সহজ হবি, সহজ হবি
ওরে মন, সহজ হবি—
আপন বচন-রচন হতে।
বাহির হয়ে আয় রে কবি।
সকল কথার বাহিরেতে
ভুবন আছে হৃদয় পেতে,
নীরব ফুলের নয়ন-পানে
চেয়ে আছে প্রভাত-রবি॥

৯ আশ্বিন [১৩২১]

প্রভাত

সুরুল

৬৩