এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সাথি যারা আছে, তারা
তোমার আপন ব’লে
ভাব কি তাই রক্ষা পাবে।
তোমারি ঐ কোলে।
উঠবে রে ঝড়, দুলবে রে বুক,
জাগবে হাহাকার-
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার॥
৯ আশ্বিন [১৩২১]
অপরাহ্ন
শান্তিনিকেতনগী৫
৬৫