পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৬০


আমার আর হবে না দেরি—
আমি  শুনেছি ঐ বাজে তোমার ভেরী।
তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।
মনে হয় যে, ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
তোমায় যেন হেরি
আমার  আর হবে না দেরি॥


আমার কাজ হয়েছে সারা,
এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল সাথে
আমার ললাট ঘেরি—
এখন  আর হবে না দেরি॥

১৬ আশ্বিন [১৩২১] শান্তিনিকেতন

৭২