এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
দুঃখ এ নয়, সুখ নহে গো—
গভীর শান্তি এ যে,
আমার সকল ছাড়িয়ে গিয়ে
উঠল কোথায় বেজে।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম,
ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায়
জন্মমরণপারে—
এল পথিক সেজে।
দুঃখ এ নয়, সুখ নহে গো—
গভীর শান্তি এ যে॥
চরণে তার নিখিল ভুবন
নীরব গগনেতে
আলো-আঁধার-আঁচলখানি
আসন দিল পেতে।
৭৫