পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এত কালের ভয় ভাবনা
কোথায় যে যায় সরে,
ভালোমন্দ ভাঙাচোরা।
আলোয় ওঠে ভরে—
কালিমা যায় মেজে।
দুঃখ এ নয়, সুখ নহে গো,
গভীর শান্তি এ যে॥

১৬ আশ্বিন [১৩২১]

রাত্রি

শান্তিনিকেতন

৭৬