এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫
কূল থেকে মোর গানের তরী
দিলেম খুলে-
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম
পালটি তুলে।
যেখানে ঐ কোকিল ডাকে।
ছায়াতলে-
সেখানে নয়।
যেখানে ঐ গ্রামের বধূ
আসে জলে-
সেখানে নয়।
যেখানে নীল মরণ-লীলা
উঠছে দুলে
সেখানে মোর গানের তরী
দিলেম খুলে॥
৯০