১২৬ * পিতৃ গীতা । যতঃ কুতশ্চিৎ সংপ্রাপ্য গোভো বাপি গবাহিকম। মভাবে প্রণয়ল্লষ্মান শ্রদ্ধাযুক্তঃ প্রদাস্ততি ॥ ৭ ॥ সৰ্ব্বাভাবে বনং গত্বা কক্ষণমূলপ্রদর্শকঃ । স্বৰ্য্যাদিলোকপালানমিদমুচ্চৈঃ পঠিষ্যতি ॥ ৮ ন মেইস্তি বিত্তং ন ধনং ন চান্তৎ, শ্রাদ্ধোপযোগ্যং স্বপিতৃ ন নতোহস্তি । তৃপ্যন্তু ভক্ত্যা পিতরে ময়ৈতেী, ভূজে রুতে বস্তুনি মরুতস্ত ॥ ৯ ॥ ঔর্ব উবাচ। ইত্যেতৎ পিতৃভিগীতং ভাবাভাবপ্রয়োজনম্। যঃ করোতি রুতং তেন শ্রাদ্ধং ভবতি পার্থিব ॥ ১০ ॥ ইতি পিতৃগীতা ॥ অথবা যদি ইহাতেও অপরাগ হয়, তাহা হইলে যে কোন স্থান হইতে গৰাহ্নিক তৃণ সংগ্রহপূর্বক শ্রদ্ধাযুক্ত হইয়া আমাদের প্রীতির উদ্দেশ্যে গাভীকে প্রদান করিবে ॥ ৭ ॥ যদি কিছুরই সঙ্গতি না হয়, তাহা হইলে বনমধ্যে প্রবিষ্ট হইয়। কক্ষামূল প্রদর্শন পূর্বক অর্থাৎ উদ্ধবাক হইয়া আদিত্য প্রভৃতি লোকপালগণের সমক্ষে উচ্চৈঃস্বরে এই ( বক্ষ্যমাণ ) মন্ত্র পাঠ করিবে ॥ ৮ ॥ আমার সুবর্ণ, রৌপ্য প্রভৃতি বিত্ত নাই, ধান্ত প্রভৃতি ধন নাই, আমার পিতৃশ্ৰাদ্ধোপযোগী আর কোন বস্তুই নাই, অতএব আমি পিতৃগণকে নমস্কার করিতেছি, আমার একমাত্র ভক্তি দ্বারাই পিতৃগণপরিতৃপ্ত হউন, আমি এই বাহুদ্বয় আকাশে নিক্ষেপ করিলাম ॥ ৯ ॥ .. ” ঔৰ্ব্ব কহিলেন, রাজনৃ! ধন থাকিলে কি করিতে হইবে, ধন না থাকি.লেই বা কিরূপ করিতে হইবে, তাহা এই পিতৃগণ বলিয়াছেন । ধিনি উক্তরূপ অনুষ্ঠান করেন, তাহার শ্রাদ্ধ সম্পাদন করা হয় । ১• , இ_,
পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।