পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'సిసి ? - উত্তর গীতা । তস্তান্তে সুষিরং সূক্ষ্মং ব্ৰহ্মনাড়ীতি সুরিভিঃ ॥ ১g , ইড়াপিঙ্গলয়োর্মধ্যে সুষুম্বা স্বস্বরূপিণী। সৰ্ব্বং প্রতিষ্ঠিতং যস্মিন্‌ সৰ্ব্বগং সৰ্ব্বতোমুখম্। তস্যা মধ্যগতাং স্বৰ্য্যসোমাগ্নিপরমেশ্বরাঃ । ভূতলোক দিশঃ ক্ষেত্ৰং সমুদ্রা: পৰ্ব্বতাঃ শিল । দ্বীপাশ্চ নিম্নগা বেদীঃ শাস্ত্রবিদ্যা কুলাক্ষরাঃ ॥ ১৫ ॥ স্বর-মন্ত্র-পুরাণানি গুণাশ্চৈতানি সৰ্ব্বগঃ । বীজজীবাত্মকস্তেষাং ক্ষেত্ৰজ্ঞা: প্রাণবায়ষঃ। স্বযুদ্ধান্তর্গতং বিশ্বং তস্মিন সৰ্ব্বং প্রতিষ্ঠিতম্ ॥ ১৬ ॥ নানানাড়ীপ্রসবগং সৰ্ব্বভূতান্তরাত্মনি । উদ্ধমূলমধ:শাখং বায়ুমার্গেণ সৰ্ব্বগমৃ॥ ১৭ ॥ কেই মুযুয়া নাড়ী বলিয়া থাকেন। যিনি ঐ নাড়ীতে মন নিহিত করিয়া সাধন করেন, তিনি ব্ৰহ্মলোক প্রাপ্ত হন ॥ ১৩-১৪ ॥ ইড়া ও পিঙ্গলার মধ্যভাগে স্বস্বরূপিণী যে সুষুম্না নাড়ী বিদ্যমান আছে, তাহার শিখাতেই সৰ্ব্বব্যাপী বিশ্বতোমুখ সৰ্ব্বাত্মক ব্ৰহ্মজ্যোতি: অবস্থিত রহিয়াছেন । হে অৰ্জুন ! এই স্বযুম্না নাড়ী জগতের বীজস্বরূপ, পরব্রহ্ম নিরস্তর ইহাতে অবস্থিত আছেন, ইহা মস্তিষ্ক ও বুদ্ধির স্থান, এই জন্যই ইহাকে জ্ঞাননাড়ী বলে। চন্দ্র, স্বৰ্য্য, বহ্নি, পরমেশ্বর, পঞ্চভূত, চতুৰ্দ্দশ ভুবন, দশদিকৃ, বারাণসী প্রভৃতি ধৰ্ম্মক্ষেত্র, সপ্তসাগর, মেরু প্রভৃতি আচল, যজ্ঞশিলা, সপ্তদ্বীপ, সপ্ত নদী, সপ্ত নন, চতুৰ্ব্বেদ, শাস্ত্রবিষ্ঠা, চতুস্থিংশৎ বৃর্ণ, -ষোড়শ স্বর, মন্ত্রবর্গ, অষ্টাদশ মহাপুরাণ, সত্ত্বাদি গুণত্রয়, প্রাণাদি পঞ্চ বায়ু, নাগাদি পঞ্চ বায়ু, এই সকলই ঐ স্বযুম্নাতে অবস্থান করিতেছে ॥ ১৫-১৬। f হে অৰ্জুন ! এই সুষুম্না নাড়ী জীবসমূঙ্গের আধারস্বরূপ। উক্তা হইতে নানাবিধ নাড়ী সঞ্জাত হইয়া দেহের চতুৰ্দ্দিকে পরিব্যাপ্ত রহিয়াছে ; মুক্তরাং উৰ্দ্ধভাগে মূল ও নিম্নভাগে শাখাসমাযুক্ত একটি তরুর স্থায় শোভা পাইতেছে। তত্ত্বজ্ঞানী যোগী প্রাণবায়ু সহায়ে ঐ নাড়ীর সর্বত্রই যাতায়াত कब्रिहफ गभर्थ इऎब थां८कम ॥ ४१ ॥ -