পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AE)\*2 শিব গীত । নিদ্ৰালস্তপ্রমাদাদি বঞ্চনাদ্যাস্ত্র তামসাঃ । প্রসমেন্দ্রিয়তারোগ্যানালস্তাস্থ্যাস্ত সত্ত্বজা; ॥ ২২ ॥ দেহে মাত্রাত্মকস্তস্মাদাদত্তে তদগুণানিমান । শব্দ: শ্রোত্ৰং মুখব তা বৈ.চত্ৰাং স্বক্ষত: ধুতি: ॥ ২৩ ॥ বলঞ্চ গগনাস্বায়োঃ স্পৰ্শণ স্পর্শনেন্দ্রিয়ম্। উৎক্ষেপণমবক্ষেপাকুঞ্চনে গমনস্তথা ॥ ২৪ ৷ প্রসারণমিতীমানি পঞ্চ কৰ্ম্মাণি রূক্ষতা । প্রাণাপাণৌ তথা ব্যানসমানোদানসঞ্জকান ॥২৫ ॥ নাগঃ কুৰ্ম্মশ্চ ককরো দেবদত্তে ধনঞ্জয়ঃ। দশৈত বায়ুবিকৃতীস্তথা গুহ্বতি লাঘবম্ ॥ ২৬। তেষাং মুখাতরঃ প্ৰাণো নাভে কণ্ঠদবস্থিতঃ । চরতাসে। নাসিকয়োর্নাভোঁ হৃদয়পঙ্কজে ॥ ২৭ || শব্বোচ্চারণনিশ্বাসোচ্চ সাদেবপি কারণম্ ॥ ২৮ ॥ ভাব বলা যাইতেছে। ইন্দ্রিয়ের প্রসন্নতা, আরোগ্য এবং অনালস্তাদি ইছারা সাত্ত্বিক সত্ত্বজ ভাব বলিয়া কথিত হয। ২০-২২ ॥ এই দেহ মাত্রাত্মক অর্থাৎ এই দেহ ইঙ্গার উপাদান পঞ্চভূত-তাদাত্ম্যেই উৎপন্ন ; মুতরাং উপাদানীভূত প্রত্যেক ভূতের গুণ গ্রহণ করিয়া থাকে। যথা,—এই ভুল দেহ আকাশ হইতে শা, শ্রোত্রেন্দ্রিয়, বক্তত্ব, কৰ্ম্মকুশলতা, লঘুত্র, ধৈর্য্য এবং বল এই সপ্ত গুণ গ্রহণ করে এবং বায়ু হইতে স্পর্শ, ত্বগিক্রিয়, উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, গমন, প্রসারণ ও কর্কশতা এবং প্রাণ, জপান, ব্যান, সমান, উদান, নাগ, কুৰ্ম্ম, কুকর, দেবদত্ত ও ধনঞ্জয় এই দশ প্রকার বায়ুবিরুতি এবং লঘত এই একোনবিংশতি গুণ গ্রহণ করিয়া থাকে ॥২৩-২৬ ॥ - * এই দশবিধ বায়ুর মধ্যে প্রাণই মুখ্যতর, এই প্রাণবায়ু কণ্ঠ হইতে নাভিদেশ পর্যাস্ত ব্যাপিয়া অবস্থিত এবং নাসিকারন্ধ, নাভি ও হৃদয়দেশে বিচরণ করিয়া থাকে ॥ ২৭ ॥ এই প্রাণবায়ুই শব্দেচারণ, নিশ্বাস ও প্রশ্বাসের কারণ ॥ ২৮ ॥