পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনলে দহিয়া রাখে যারা মান, পতি-পুত্র-তরে সুখে ত্যজে প্রাণ, আমরা তাদেরই সন্ততি । বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে, ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে । ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে । ভোলে নি ভারত, ভোলে নি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা ; নানক নিমাই করেছিল ভাই সকল ভারত-নন্দনে । ভুলি ধৰ্ম-দ্বেষ জাতি-অভিমান ত্রিশ কোটি দেহ হবে এক-প্রাণ, এক-জাতি-প্রেম-বন্ধনে । বলো বলো বলো সবে, শত বীণা-বেণু-রবে, ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে । ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে । মোদের এ দেশ নাহি রবে পিছে, ঋষি-রাজকুল জন্মে নি মিছে ; ৮৮