এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭৬
দেখ্ মা, এবার দুয়ার খুলে ।
গলে গলে এনু মা, তোর,
হিন্দু মুসলমান দু ছেলে।
এসেছি মা, শপথ করে,
ঘরের বিবাদ মিটবে ঘরে ;
যাব না আর পরের কাছে
ভাইয়ে ভাইয়ে বিরোধ হলে ।
অনুগ্রহে নাই মুকতি,
মিলন বিনা নাই শকতি,
এ কথা বুঝেছি দোঁহে—
থাকব না আর স্বার্থে ভুলে ।
থাকবে না আর রেষারেষি—
কাহার অল্প, কাহার বেশি ;
দু ভাইয়ের যা আছে জমা
সঁপিব তোর চরণ-তলে ।
দু-জনেই বুঝেছি এবার—
তোর মতো কেউ নেই আপনার ;
তোরই কোলে জন্ম মোদের,
মুদব আঁখি তোরই কোলে ।
রামপ্রসাদী মালসী