এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ዓዊ কত কাল রবে নিজ যশ-বিভব-অন্বেষণে ? ত্ব দিনের ধনের লাগি ভুলিলে পরম ধনে ? ঘরেতে ধন কর পুজি, সঙ্গে নেবে ভাব বুঝি ? দীনের দুঃখ করো হে মোচন, দীনের অভাব নাই এ দেশে । দীনের ধনেই ধনী তোমরা— দীনবন্ধু হবেন সুখী । দীনের দুঃখ করো হে মোচন, পুণ্য হবে ধন-অরজনে । ছুটি ঘরে জ্ঞানের আলো, কোটি ঘরে আঁধার কালো ; এ আঁধার ঘুচাতে হবে— , নইলে এ দেশ;এমনি রবে । দানেই এ জ্ঞান দ্বিগুণ হবে— এরাও তোমার মায়ের ছেলে । এ আঁধার ঘুচাতে হবে যতনে, অতি যতনে। পুরানো সে ত্যাগের কথা হৃদয়ে কি দেয় না ব্যথা ? সেই দেশের মানুষ তোমরা— যেথা রাজার ছেলে হ’ত ফকির, যেথা পরের তরে ঝরত আঁখি ; যেথা ধন হতে প্রেম ছিল বড়ো, যেথা ধনী ছিল দীনের অধীন । সেই দেশের মানুষ তোমরা— সে কথা কি আছে মনে ? গীতি ৭ S\లి