এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাজিয়ে রবি তোমার বীণে
আনল মালা জগৎ জিনে!—
গরব কোথায় রাখি গো?—
তোমার চরণ-তীর্থে আজি
জগৎ করে যাওয়া-আসা।
ওই ভাষাতেই প্রথম বোলে
ডাকনু মায়ে ‘মা’ ‘মা’ ব’লে;
ওই ভাষাতেই বলব ‘হরি’
সাঙ্গ হলে কাঁদা-হাসা।
বাউল
৯৮