পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৮২

খাঁচার গান গাইব না আর খাঁচায় ব’সে।
কণ্ঠ আমার র'বে না আর পরের বশে।

সোনার শিকল দে রে খুলি,
দুয়ারখানি দে রে তুলি।
বুকের জ্বালা যাব ভুলি
মেঘ-পরশে— শীতল মেঘের পরশে।

থাকবে নীচে ধরার ধুলি;
ভুলব পরের বচনগুলি।
বলব আবার আপন বুলি
মন-হরষে— আপন মনের হরষে।

ভৈরবী

১০১