এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
w8 পরের শিকল ভাঙিস পরে, . নিজের নিগড় ভাঙ রে ভাই । আপন কারায় বন্ধ তোরা, পরের কারায় বন্দী তাই । হা রে মুখ, হা রে অন্ধ, ভাইয়ে ভাইয়ে করিস দ্বন্দ্ব ! দেশের শক্তি করিস মন্দ— । . তোদের তুচ্ছ করে তাই সবাই । । সার ত্যজিয়ে খোসার বড়াই ! মন্দিরে মসৃজিদে লড়াই। প্রবেশ ক’রে দেখ, রে ত্ব ভাই— অন্দরে যে একজনাই । দেশ-মাতার আর বিশ্ব-মাতার । ম্লেচ্ছ কাফের এক পরিবার । * নয় তুরস্ক, নয়কে তাতার— । জন্ম-মৃত্যু এই যে ঠাই । ভিন্ন জাত আর ভিন্ন বংশ— । এক জাতি তাই এক শো অংশ । । হিন্দু রে, তুই হবি ধ্বংস না ঘুচালে এই বালাই। $ eve