পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী ?
বাদল-নিঝরে শুধু মনে পড়ে
সে দুটি কাজল ঝারিনী।
এ ঘোর আঁধারে সে খোজে তোমারে,
‘এসো বঁধু’ বলি ডাকে বারে বারে ।
বিরহীর লাগি আছ কি গো জাগি ?
কাটে কি কাঁদিয়া যামিনী ?
ক্রুদ্ধ আকাশ, রুদ্ধ দুয়ার
তুমি কি গো তারই সেই মুখভার ?
সহসা বিজলি উঠিছে উজলি
তুমি কি গো সেই দামিনী ?
কাটি যাবে যবে বরষার রাত
আসিবে হাসিয়া সোনার প্রভাত,
তেমতি হাসিয়া, হৃদি বিলাসিয়া,
আসিয়ো মধুরহাসিনী।
কীৰ্ত্তন